Daily

রাতভর প্রবল বৃষ্টিতে জলে ভাসছে মাঠের ধান। কপালে হাত চাষীদের। এমনকি থাকার আশ্রয়টুকুও হারিয়েছেন অনেকেই। অসময়ে স্বস্তির বৃষ্টিই যেন কাল হয়ে বসল উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের বিভিন্ন এলাকার কৃষকদের।
ইটাহার ব্লকের মারনাই, জয়হাট, ছয়ঘোরা অঞ্চলে ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়েছে কৃষকরা। এলাকার কৃষকরা জানান ব্যাপক শিলা বৃষ্টির ফলে মাঠে থাকা পাকা ধান ঝড়ে পড়ে যায়। পাট গাছের আগা সহ ভূট্টা গাছের আগা ভেঙ্গে যায় যার ফলে আর ফলন পাওয়া যাবে না। কতটা ধান তাঁরা বাঁচাতে পারবে তা নিয়ে ধান চাষীর দিশেহারা।
এলাকা পরিদর্শনে বেরিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেছেন ইটাহার বিধানসভার নব নির্বাচিত বিধায়ক মোশারফ হোসেন, ইটাহার পঞ্চায়েত সমিতির সভাপতি আব্দুস সামাদ সহ আরও অনেকেই। সমস্ত নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্থ কৃষকরা যাতে সরকারি ভাবে তাদের ক্ষতিপূরণ পায় সেই বিষয়ে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন তারা।
অনুপ জয়সওয়াল, উত্তর দিনাজপুর