Daily

আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারি বৃষ্টি। পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবারেই উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। যা আগামী তিন-চার দিনে এগিয়ে আসবে পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড এবং ওড়িশার দিকে। ফলে আগামী শুক্রবার পর্যন্ত ভারি থেকে অতিভারি বৃষ্টি পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবার কারণে উত্তাল থাকবে সমুদ্র। তাই মাছ ধরার জন্য যারা গভীর সমুদ্রে রয়েছেন, তাঁদের যেনতেন প্রকারেণ মঙ্গলবার রাতের মধ্যেই ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে জারি করা হয়েছে লাল সতর্কতা। এছাড়াও বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে মাছ ধরার ওপরেও জারি হয়েছে নিষেধাজ্ঞা।
মঙ্গলবার ভারি থেকে অতিভারি বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা। বৃষ্টি হবে নদিয়া, হুগলি, বীরভূম এবং দুই বর্ধমানে। আর বুধবার বৃষ্টির প্রকোপ বাড়বে। ফলে কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারি বৃষ্টি হবে। বৃষ্টি হবে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ এবং দুই ২৪ পরগনায়।
এছাড়াও বৃহস্পতিবার পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় জারি থাকবে ভারি বৃষ্টি। শুক্রবার কলকাতা সহ উপকূলবর্তী এলাকায় বৃষ্টির প্রকোপ কমে আসবে। যদিও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি কমার সম্ভাবনা কম।
ব্যুরো রিপোর্ট