Daily

দূষণের জেরে শরীর খারাপ দিল্লির। গুরুতর মাত্রায় ছড়ানো দূষণের শিকার রাজধানী। দীপাবলির আগের রাত পর্যন্ত সেই দূষণের মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও দীপাবলি পেরোতেই বিপজ্জনক জায়গায় পৌঁছেছে রাজধানীর অতিদূষণ।
দূষণের মাত্রা এতটাই গুরুতর পর্যায়ে পৌঁছেছে যে দিল্লিবাসীর ঘরের বাইরে বেরোতে গুরুতর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কারও চোখ দিয়ে জল বেরোচ্ছে, চোখে জ্বালাপোড়া। কারও এবার গলা খুশখুশ শুরু হয়ে গিয়েছে। আগামী রবিবার সন্ধ্যে পর্যন্ত দিল্লিতে দূষণ পরিস্থিতির উন্নতি হওয়ার কোনও আশা নেই বলে জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা সফর। তবে রবিবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও, আবারও একই পরিস্থিতির শিকার হতে পারে দিল্লি।
তারা জানিয়েছে, নিষেধাজ্ঞা সত্ত্বেও দীপাবলিতে বাজি পোড়ানো এই সমস্যার মূল কারণ হলেও এর সঙ্গে দিল্লির আবহাওয়ারও বড় ভূমিকা রয়েছে। দিল্লিতে এ বছর হঠাৎই ঠান্ডা পড়তে শুরু করেছে। বইছে উত্তর-পশ্চিম বাতাস। এই হাওয়া পঞ্জাব এবং হরিয়ানার শষ্যের গোড়া পোড়ানোর ধোঁওয়াকে রাজধানীর দিকে টেনে আনে। যে কারণে ধোঁয়ায় ঢাকছে রাজধানী। হাসফাঁস অবস্থা দিল্লিবাসীর।
ব্যুরো রিপোর্ট