Daily

নিম্নচাপের জেরে প্রবল বর্ষণ দক্ষিণবঙ্গ জুড়ে। জলযন্ত্রণার শিকার অধিকাংশ গ্রামের মানুষ। গভীর রাত থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে উপকূলবর্তী এলাকায়।
উত্তাল দীঘার সমুদ্র। পর্যটকদের উপর সমুদ্রে যাওয়ায় জারি হয়েছে নিষেধাজ্ঞা। ওদিকে পুরুলিয়ার অবস্থাও তথৈবচ। জল থৈ থৈ হবার কারণে পুরুলিয়া জেলার অধিকাংশ নীচু এলাকায় জল জমতে শুরু করেছে। গৃহবন্দী বহু মানুষ।
বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত গোটা উত্তর ২৪ পরগনা জুড়ে। আবহাওয়া দফতর জানিয়েছে, একইসঙ্গে ভারী বৃষ্টি হবে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে।
আজ, মঙ্গলবার রাজ্যের উপকূলবর্তী এলাকায় ৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবার পাশাপাশি ভারী বৃষ্টি হবে। সমুদ্র অশান্ত থাকার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর জারি হয়েছে নিষেধাজ্ঞা। বাঁকুড়া সহ পুরুলিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে টানা বৃষ্টির কারণে পারদ নেমেছে কিছুটা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯.৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আবহাওয়ার উন্নতি হতে পারে আগামীকাল থেকে।
ব্যুরো রিপোর্ট