Daily

আবারও থমকে গেল নারদ মামলার বহুপ্রতীক্ষিত শুনানি। জামিন হলো না অভিযুক্তদের।
গত ১৭ই মে গ্রেপ্তার হন রাজ্যের তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা, সাবেক মন্ত্রী ও বিধায়ক সুব্রত মুখোপাধ্যায়, তৃণমূল নেতা, কলকাতা পৌর করপোরেশনের সাবেক মেয়র ও বর্তমান মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম, সাবেক মন্ত্রী ও নবনির্বাচিত তৃণমূল বিধায়ক মদন মিত্র সহ কলকাতা পৌর করপোরেশনের সাবেক মেয়র ও বর্তমান বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়। গ্রেপ্তার হওয়ার পর পাওয়া জামিন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। ফলপ্রসূ হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ধরনাও।
আজ সোমবার কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের নেতৃত্বাধীন বেঞ্চে ওই চারজনের জামিন বাতিলের পুনর্বিবেচনার শুনানি হয়। আগামী বুধবার এই বেঞ্চে আবারও হবে শুনানি। তাই আগামী বুধবার পর্যন্ত গৃহবন্দি থাকবেন এই চার হেভিওয়েট।
শুনানিতে দুই বিচারপতি রাজেশ বিন্দাল ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মত পার্থক্যের জন্য গত শুক্রবার থমকে যায় এই চারজনের জামিন প্রক্রিয়া।
ব্যুরো রিপোর্ট