Daily

করোনায় আক্রান্ত মানুষদের বাঁচাতে জীবন বাজি রেখে যুদ্ধ করে যাচ্ছেন একের পর এক কোভিড যোদ্ধা। অন্যের প্রাণ বাঁচিয়ে নিজে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, এমন কোভিড যোদ্ধার অভাব নেই। এবার সেই তালিকায় যুক্ত হল আরও এক কোভিড যোদ্ধার নাম। তিনি গৌতম চৌধুরী- রাজ্যের স্বাস্থ্যকর্তা।
জানা গিয়েছে, গত এপ্রিল মাসে তিনি করোনায় আক্রান্ত হন। তারপর তিনি ভর্তি ছিলেন রাজ্যের বিভিন্ন হাসপাতালে। শেষের কয়েকদিনে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। যে কারণে তাঁকে মেডিকা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
রাজ্যে ভ্যাকসিন বন্টনের পাশাপাশি নিখরচায় অ্যাম্বুলেন্স পরিষেবার দায়িত্ব তিনি সামলাতেন। উল্লেখ্য, অতিমারি আবহে একের পর এক ফ্রন্ট ফুট যোদ্ধাদের প্রাণ গেছে। কিছুদিন আগে মৃত্যু হয় শহরের নামী গায়নোকোলজিস্ট রেশমি খান্ডেলওয়ালের। করোনা কেড়ে নিল আবার এক স্বাস্থ্যকর্তার প্রাণ।
ব্যুরো রিপোর্ট