Jobs

কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রকের অধীনে বিভিন্ন পদে প্রায় ৪৮৪ জন লোক নেওয়া হচ্ছে। কারা কোন পদের জন্য উপযুক্তঃ
ফিল্ড ওয়ার্কারঃ যেসব প্রার্থীরা মাধ্যমিক পাশ করেছেন এবং যাদের বয়স ১৮ থেকে ২৫ এর মধ্যে তারা আবেদন করতে পারবেন।
মূল মাইনেঃ পে-লেভেল ১ অনুযায়ী।
শূন্যপদঃ ১৪২ টি ( সংরক্ষিতদের জন্য ছাড় আছে)
হেলথ ইন্সপেক্টরঃ যে কোন শাখায় উচ্চমাধ্যমিক বা ডিগ্রি কোর্স পাশেরা আবেদন করার যোগ্য। স্যানিটারি ইন্সপেক্টর, হেলথ ইন্সপেক্টরের ডিপ্লোমা বা স্যানিটারি হেলথ ইন্সপেক্টরের ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে। যারা উচ্চমাধ্যমিক পাশ তাদের ক্ষেত্রে স্যানিটাইজেশন সঙ্ক্রান্ত কাজে অন্তত দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সঃ ৩০ বছরের মধ্যে
মূল মাইনেঃ পে লেভেল ৬ অনুযায়ী
শূন্যপদঃ ৭০ টি (সংরক্ষিতদের জন্য ছাড় আছে)
নার্সিং অফিসার ( স্টাফ নার্স)ঃ জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারির ডিপ্লোমা কোর্স পাশরা নার্স হিসেবে নাম নথিভুক্ত থাকলে আবেদন করতে পারবেন।
বয়সঃ ২৫ বছরের মধ্যে
মূল মাইনেঃ পে-লেভেল ৩ অনুযায়ী
শূন্যপদঃ ৭ টি ( সংরক্ষিতদের জন্য ছাড় রয়েছে)
ফিজিওথেরাপিস্টঃ ফিজিওথেরাপির ডিপ্লোমা কোর্স পাশেরা আবেদন করার যোগ্য। কোনো হাসপাতাল প্রতিষ্ঠানে অন্ততপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সঃ ২৫ বছরের মধ্যে
মূল মাইনেঃ পে লেভেল ৬ অনুযায়ী
শূন্যপদঃ এআইআইপিএমআর এ ৪টি ( সংরক্ষিতদের জন্য ছাড় আছে)
সব ক্ষেত্রে বয়স গুনতে হবে দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখের হিসেবে। প্রার্থী বাছাই হবে কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে। ডিসেম্বরের ২য় সপ্তাহে কলকাতায় পরীক্ষা হবে। ৩০ নভেম্বরের মধ্যে অনলাইনে দরখাস্ত করতে হবে। আরও বিস্তারিত জানতে ক্লিক করুণ https://aiihph.gov.in/ or https://dirbcgiab.gov.in or https://ihpoe.mohfw.gov.in এ।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ