Daily

ভ্যাকসিন দেওয়ার কাজে গাফিলতির অভিযোগ নিয়ে উত্তপ্ত হলো পুর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ। সোমবার সকাল ১০টা থেকে করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ চলছিল খণ্ডঘোষ ব্লকের মাধপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।
হঠাৎ করেই ভ্যাকসিন দেয়ার কাজে গাফিলতির অভিযোগ তুলল লাইনে দাঁড়িয়ে থাকা শ্যামা শংকর হাজরা ও অজিত সরেন সহ আরো দু-একজন মানুষ। সরকারি নিয়ম না মেনে কাজ করছেন মাধপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ঝর্ণা মহন্ত নামে এক স্টাফ। যদিও ওই স্টাফ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছেন। দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়ে থাকা ভ্যাকসিন নিতে আসা মানুষদের সঙ্গে অমানবিক ব্যবহার করছেন বলেও দাবি করেন অভিযোগকারীরা।
সকাল থেকেই প্রায় ১৮০ জনের মতো মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে ছিলেন ভ্যাকসিন নেয়ার জন্য। যদিও পরে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে জানান হয় মাত্র ১১০ জন মানুষকে আজ ভ্যাকসিন দেওয়া হবে। প্রথমেই তাদেরকে কেন জানানো হয় নি এই বিষয়টি, প্রচণ্ড দাবদাহে এতক্ষণ লাইন দেয়ার পরও কেন তাদেরকে ভ্যাকসিন না নিয়ে বাড়ি ফিরতে হবে? প্রশ্ন তোলেন অভিযোগকারীরা।
খণ্ডঘোষ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অফিসার ডক্টর জয়ন্তী মাহাতো বলেন আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ভ্যাকসিন আসছে। যে সমস্ত মানুষজন আজ মাধপুর স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন নিতে পারলেন না তাদেরকে আগামীকাল খণ্ডঘোষ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হবে বলে আস্বস্ত করেছেন তিনি। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
পাপাই সরকার, পূর্ব বর্ধমান