Daily

করোনাকালে ছাত্রছাত্রীদের বিশেষ স্কলারশিপ প্রদানের ঘোষণা এইচডিএফসির। মানসিক স্বাস্থ্য ভাঙার পাশাপাশি অতিমারিতে ভেঙেছে আর্থিক স্বাস্থ্য। কোনো ছাত্রছাত্রীর পরিবারের একমাত্র রোজগেরে মানুষটি হারিয়েছে চাকরি, কেউ হয়তো চিরকালের মতো হারিয়েছে মা-বাবা দুজনকেই।
পড়াশুনোর যেন কোনোভাবেই কোনো বাধা সৃষ্টি না হয়, সে কথা মাথায় রেখে অতিমারী বিদ্ধস্ত ছাত্রছাত্রীর পাশে দাঁড়ালো এইচডিএফসি। এই বৃত্তি মারফত ছাত্রছাত্রীরা পেতে পারেন ১৫ হাজার থেকে ৭৫ হাজার টাকা পর্যন্ত। তবে টাকা পাওয়া যাবে একবারই। ক্লাস ১ থেকে শুরু করে ১২, স্নাতক, স্নাতকোত্তর, ডিপ্লোমা কোর্সের ছাত্রছাত্রীরাও আবেদন করতে পারেন।
উপযুক্ত নথি অর্থাৎ, পরিবার তাদের চাকরি হারালে, পূর্ববর্তী যেই জায়গায় কাজ করতেন আর বিস্তারিত প্রমান এবং অতিমারিতে মা-বাবা মারা গেলে তাদের ডেথ সার্টিফিকেট সহ বয়সের প্রমান, ব্যাংক ডিটেইলস সহ https://www.buddy4study.com/ গিয়ে HDFC ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। মনে রাখবেন, আবেদনকারীর বার্ষিক যায় ৬ লক্ষ অথবা তার কম হওয়া জরুরি।
ব্যুরো রিপোর্ট