Market

শেয়ার হোল্ডারদের জন্য বড়সড় ঘোষণা করল এইচডিএফসি ব্যাঙ্ক। চলতি অর্থবর্ষের শেষে শেয়ার হোল্ডারদের প্রতিটি শেয়ার পিছু লভ্যাংশ দেওয়া হবে জানান হয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফ থেকে। আর এই খবর প্রকাশ হবার পর থেকেই বাজার জুড়ে বেশ হৈচৈ পড়ে গেছে। জানা গিয়েছে, যে সকল মানুষের কাছে এইচডিএফসি’র শেয়ার রয়েছে, তাঁরা চলতি বছরের মার্চের শেষে শেয়ার পিছু ৬৫০% লভ্যাংশ পাবেন।
যদিও এই বিষয়টি এখনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছয়নি। আগামী ১৭ জুলাই এই নিয়ে একটা সিদ্ধান্তে আসার জন্য ব্যাঙ্ক কর্তৃপক্ষ একটি বার্ষিক সাধারণ সভা ঘোষণা করেছে। যেখানে এই গোটা বিষয়টি নিয়ে কাটাছেঁড়া আলোচনা করা হবে। তারপরেই জানা যাবে চূড়ান্ত সিদ্ধান্তের কথা।
উল্লেখ্য, অতিমারি পরিস্থিতির মধ্যেও এইচডিএফসি ভালো রকম লাভের মুখ দেখেছে। ব্যাঙ্কের তরফ থেকে চলতি অর্থবর্ষের মোট লভ্যাংশের হিসেব করা হয়েছে। চতুর্থ ধাপে এখনও পর্যন্ত লভ্যাংশের মোট পরিমাণ ৮,১৮৬.৫১ কোটি টাকা। গত বছর অপেক্ষা বৃদ্ধির পরিমাণ প্রায় ১৮.১%। এছাড়াও গত বছর মার্চে লভ্যাংশ ছিল ৬,৯২৭.৬৯ কোটি টাকা। এমনকি সুদ ভিত্তিক ব্যাঙ্কের আয়ও বেড়েছে ১২.৬%। সবমিলিয়ে এইচডিএফসি তাদের রাজকোষ ভরাট করতে পেরেছে ভালোই। এবং সেই কারণেই শেয়ার হোল্ডারদের হাসিমুখ চওড়া করবে বলে সিদ্ধান্ত নিয়েছে এইচডিএফসি।
ব্যুরো রিপোর্ট