Market
দেশে ভাইরাসের প্রকোপ ক্রমশই কমতে থাকছে। দৈনিক আক্রান্তের সংখ্যাও নিম্নমুখী। তার মানেই যে উদ্বেগ কমছে এমন কোন কথা নেই। অক্সিজেন প্ল্যান্ট থেকে চিকিৎসার সরঞ্জাম- সর্বত্রই সংকট রয়ে গেছেই। আর সেই সংকট মেটাতে এবার বড়সড় পদক্ষেপ নিল এইচডিএফসি ব্যাঙ্ক। দেশের হাসপাতালগুলোতে চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জাম সহ অক্সিজেন প্লান্ট এবং আইসিইউ-র পরিকাঠামোর ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে দেশের অন্যতম এই বৃহৎ বেসরকারি ব্যাঙ্কটি।
কোভিড মোকাবিলার জন্য যেমন একদিকে ২০টি অক্সিজেন প্লান্ট স্থাপন করছে তেমনই পাশাপাশি ১০০ শয্যাবিশিষ্ট একটি কোভিড কেয়ার হাসপাতালও তৈরি করছে এইচডিএফসি। এছাড়া ২০০টিরও বেশি হাসপাতালে পাঠাচ্ছে চিকিৎসার সরঞ্জাম।
গেল বছর এইচডিএফসি করোনা মোকাবিলার জন্য আর্থিক অনুদান দিয়েছিল ১২০ কোটি টাকা। এই বছরও তার ব্যতিক্রম হল না। ১০০ কোটি টাকা আর্থিক অনুদান এই বছরও দিতে চলেছে এইচডিএফসি। এছাড়াও গ্রামের প্রায় দেড় লক্ষ মানুষকে মাসিক রেশন দেওয়ার পরিকল্পনাও তাদের রয়েছে। কোভিডে আক্রান্ত শিক্ষার্থীদের জন্য চালু করেছে বৃত্তি।
একদিকে যখন ভাইরাসের তীব্র চাপে বাঁচার আশাটুকু হারিয়ে যাচ্ছিল দেশবাসীর মন থেকে, ঠিক তখনই এইচডিএফসি ব্যাঙ্ক যেন সত্যিই আবারও মানুষের পাশে দাঁড়িয়ে আতঙ্কের মেঘ যতটা সম্ভব তারা সরিয়ে দিল। বাঁচার জন্য অক্সিজেন জোগাল মানুষের মধ্যে।
ব্যুরো রিপোর্ট