Trending
বিশ্বের মোস্ট ভ্যালুয়েবল ব্যাঙ্কের একটি তালিকা প্রকাশ পাবে খুব শিগগির। আর সেখানেই ঘটতে চলেছে এমন এক নজিরবিহীন ঘটনা, যা আগে কোনদিন হয় নি। ইন্ডিয়ান ইকোনমির জন্য যা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই তালিকায় একেবারে চার নম্বরে জায়গা করে নিচ্ছে ভারতের একটি ব্যাঙ্ক। নামটা জানেন? এইচডিএফসি। আর তালিকা প্রকাশের আগে চার নম্বরে জায়গা মোটামুটি পাকা হয়ে যাওয়ায় শেয়ার বাজারে ভালোরকম উত্থান দেখা গেছে। কিন্তু বিষয়টা কিভাবে হল?
১ জুলাই অর্থাৎ আজ থেকেই জুড়ে যাচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক লিমিটেড এবং হাউজিং ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশন। বলা হচ্ছে এই সংযুক্তিকরণ আগামী দিনে দেশের ব্যাংকিং সেক্টরে এক নতুন মাত্রা যোগ করছে। ব্লুমবার্গ বলছে, এই নতুন সংযুক্তিকরণ ব্যাংকের সম্পদের পরিমাণও এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দেবে। তাদের মোট সম্পত্তির পরিমাণ পৌঁছে যেতে পারে এক লক্ষ ৪১ হাজার কোটি টাকায়। বিশ্ব বিশ্ব তালিকায় চার নম্বরে উঠে এলে তখন এইচডিএফসি ব্যাঙ্কের সামনে থাকবে তিনটি ব্যাংক। জেপি মরগ্যান চেজ, আইসিবিসি এবং ব্যাঙ্ক অফ আমেরিকা। আর সব থেকে অবাক করা বিষয় হলো, বিশ্ব তালিকায় ৪ নম্বরে উঠে এসে এইচডিএফসি ব্যাঙ্ক পিছনে ফেলে দেবে চীনের দুটি ব্যাঙ্ক-কে। এক এগ্রিকালচারাল ব্যাঙ্ক এবং দুই কনস্ট্রাকশন ব্যাঙ্ক। আর্থিক বিশেষজ্ঞরা মনে করছেন এই নতুন সংযুক্তি বিনিয়োগকারীদের জন্য বড় আশা ভরসার জায়গা তৈরি করে দেবে। একইসঙ্গে নতুন গ্রাহক টানতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এইচডিএফসি ব্যাঙ্ক। হলে শুধু দেশী নয় বিদেশি বিনিয়োগকারীরাও আলাদা করে এইচডিএফসি ব্যাঙ্কে বিনিয়োগ করার জন্য শক্তপোক্ত প্লাটফর্ম খুঁজে পাবেন। ফলে শেয়ারবাজারে এইচডিএফসি ব্যাঙ্ক বিনিয়োগের নতুন দিশা দেখাতে পারে।
সত্যি বলতে কি এই নতুন সংযুক্তির বিষয়টা গত শুক্রবারই মোটামুটি পাকা হয়ে যায়। খবর প্রকাশ্যে আসতেই সেই প্রভাব পড়ে শুক্রবার শেয়ার বাজারে। এইচডিএফসি ব্যাঙ্ক, এইচডিএফসি এএমসির বাজারদর ছিল ঊর্ধ্বমুখী। এমনকি এইচডি এএমসি শেয়ার মূল্য বৃদ্ধি পায় ১২ শতাংশ। নিফটির নেক্সট ৫০ সেক্টরের অন্যান্য সংস্থা গুলোর মধ্যে এর শেয়ার মূল্য ছিল সর্বোচ্চ। বিশেষজ্ঞরা মনে করছেন, এইচডিএফসি ব্যাংকের এই নতুন ভূমিকা কার্যত শেয়ার বাজারের গ্রাফ মোটামুটি উপরের দিকেই রাখবে। আগামী বেশ কিছুদিন এইচডিএফসি ব্যাংকের শেয়ার দর কেনা নিয়ে উন্মুখ থাকবেন বিনিয়োগকারীরা। এবং গতি যেভাবে এগোচ্ছে তাতে বিনিয়োগকারীরা রিটার্ন পাবেন ভালো রকম। সুতরাং লক্ষ্মী লাভ থেকে বঞ্চিত করবেনা এইচডিএফসি ব্যাঙ্ক। নতুন সংযুক্তিকরণের ফলে এইচডিএফসি ব্যাঙ্ক তার ৮৩০০ টি শাখা থেকে গ্রাহক পরিষেবা দেবে। সংখ্যাটা প্রায় ১২ কোটি।
বিজনেস প্রাইম নিউজ।
জীবন হোক অর্থবহ