Daily

যে টাকা আপনি পছন্দসই কোম্পানির স্টকে বিনিয়োগ করলেন, বছর শেষে তার ১০% ফেরত পাওয়াও অত সহজ নয়। কারণ দেশের স্টক মার্কেটে ৮৫০ ওপর কোম্পানি রয়েছে যাদের ১ হাজার কোটি টাকারও বেশি বাজারে মূলধন রয়েছে। কিন্তু এদের মধ্যেই কয়েকটি কোম্পানি ২০১৬-২০২০ সাল পর্যন্ত একটানা বিনিয়োগের ১০% টাকা তুলে দিয়েছে আপনার হাতে। যাদের মধ্যে অন্যতম এইচডিএফসি ব্যাঙ্ক, বাজাজ ফিনান্স, বার্জার পেইন্টস, আরতি ইন্ডাস্ট্রিজ, অতুল, বিনতি অরগ্যানিক্স, পি অ্যান্ড জি হেল্থ, জিএমএম ফডলার, ভারত রসায়ন এবং অ্যাপোলো ট্রাইকোট টিউবস। এই প্রত্যেকটি কোম্পানির স্টক থেকে সংশ্লিষ্ট সময়ের মধ্যে রিটার্ন পাওয়া গেছে ২০%।
যদিও ২০২১ সালে দশটি কোম্পানির মধ্যে চারটি কোম্পানির রিটার্ন ছিল ১০%-এরও কম। যাদের মধ্যে রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক, বাজাজ ফিনান্স, বার্জার এবং পি অ্যান্ড জি হেল্থ। তবে মনে করা হচ্ছে, ২০২৩ অর্থবর্ষে এইচডিএফসি বর্তমানের চেয়ে ৩ গুণ বেশি ব্যবসা করবে। ফলে স্টক মার্কেটের গ্রাফ বাড়তে পারে ৩২%। ঠিক একইভাবে বাড়তে পারে বাজাজ ফিনান্সের গ্রাফও। সব মিলিয়ে বলাই যায়, এইচডিএফসি ব্যাঙ্ক সহ এই প্রত্যেকটি কোম্পানি ১০ বা তার অধিক শতাংশ বিনিয়োগকারীদের ফিরিয়ে দিয়ে বর্তমান বাজারে হয়ে উঠেছে ব্যপক লাভজনক।
ব্যুরো রিপোর্ট