Daily

দীর্ঘদিন ধরে বন্ধ স্কুল কলেজ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। অনলাইনে চলছে ক্লাস। করোনা পরিস্থিতিতে স্বাভাবিক ভাবেই ব্যাপক ক্ষতি হয়েছে সাধারণ মানুষদের আর্থিক ব্যবস্থার। কাজেই স্কুলের ভর্তির ফিজ ভর্তি করতে চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ।
এবার সেই দুশ্চিন্তার চদির কাটাতেই রায় দিলো হাইকোর্ট। জানানো হয়েছে, করোনা কালে কোনো ছাত্রছাত্রী স্কুলের বেতন দিতে না পারলে কাটা যাবে না নাম। গত শুক্রবার হাই কোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। এবিষয়ে হাই কোর্টের অনুমতি ছাড়া কিছু করতে পারবে না স্কুলগুলি। আগামী ৩ জুলাই রয়েছে মামলার পরবর্তী শুনানি। ততদিন পর্যন্ত হাই কোর্টের এই নির্দেশিকা কার্যকর থাকবে।
পড়ুয়াদের স্কুলের বেতন বাকি থাকলে বা না দিতে পারলেও কোনও ছাত্রের ক্লাস বাতিল বা স্কুল থেকে তার নাম বাতিল করা যাবে না নির্দেশ দেয় হাই কোর্ট। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বেতন বৃদ্ধি নিয়ে অভিযোগ উঠেছিল সরকারী বেসরকারি বিভিন্ন স্কুলের বিরুদ্ধে। অভিভাবকরা বিক্ষোভ দেখানোর পরেও কোনো সুরাহা হয়নি। এবিষয়ে স্কুলগুলিকেও মানবিক হওয়ার কথা বলা হয় হাই কোর্ট তরফে।
ব্যুরো রিপোর্ট