Daily

রাজ্যের ক্রমবর্ধমান করোনা পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনকে ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট। এদিন জনস্বার্থ মামলার শুনানি প্রসঙ্গে ভোটমুখী বাংলায় করোনাবিধি বলবৎ করা নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকার তীব্র সমালোচনা করে কোর্ট।
হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাদের পর্যালোচনায় কমিশনের ভূমিকাকে কাঠগড়ায় তুলে এটাও স্মরণ করিয়ে দেয় যে, কমিশন কেবলমাত্র সার্কুলার দিয়েই দায় সারতে পারে না। সেই সার্কুলার আদৌ বাস্তবায়িত হচ্ছে কিনা সেটা দেখাও কমিশনের এক্তিয়ারের মধ্যেই পড়ে। কোর্ট এই প্রসঙ্গে টি এন সেশনের ভূমিকাও কমিশনকে মনে করিয়ে দেন।
এদিন কলকাতা হাইকোর্ট তাদের পর্যবেক্ষণে কমিশনকে কার্যকরভাবে সার্কুলার এর বদলে পদক্ষেপ গ্রহণের কথাই বলেছেন। যদিও হাইকোর্টের বিচারপতিদের এই পর্যবেক্ষণ বিষয়ে এখনো জানা যায়নি কমিশনের অভিমত।
করোনা পরবর্তী পরিস্থিতিতে যখন বিভিন্ন মহল থেকে কমিশনের সদর্থক ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে ঠিক তখনই লাগাতার দুদিন হাইকোর্টের তোপের মুখে পড়ে কমিশন। এখন কী পদক্ষেপ গ্রহণ করে সেটাই বড় বিষয়।
ব্যুরো রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।