Trending

বজায় রাখতে হবে মাটির স্বাস্থ্য। খেয়াল রাখতে হবে পরিবেশ দূষণের দিকটাও। তাই কোনভাবেই নাড়া পোড়ানো ঠিক কাজ নয়। এবার সেই উদ্দ্যেশ্যেই সম্প্রতি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে নাড়া পোড়ানো বন্ধ করতে সচেতনতা শিবির ও র্যালির আয়োজন করা হল। কালিয়াগঞ্জের ধনকৈল কিষান মান্ডি চত্বর থেকে শুরু হয় মিছিল। ব্লক কৃষি আধিকারিক গোপালচন্দ্র ঘোষের নেতৃত্বে এই মিছিলে অংশ নিয়েছিলেন কালিয়াগঞ্জের বিভিন্ন এলাকার চাষীরা।
চাষের জমিতে নাড়া পোড়ালে মাটির গঠন তো বটেই গুণমানেও অনেকটা ক্ষতি হয়। এমনকি আগুনের তাপে নষ্ট হয়ে যায় অনেক উপকারি জীবাণু। তাই নাড়া পোড়ানো সত্যিকারেই জমির স্বাস্থ্যের জন্য যথেষ্ট ক্ষতিকর।
আগুন দিয়ে নাড়া পোড়ানোর ফলে জমির বাস্তুতন্ত্রে ব্যাপক ক্ষতি হয়। পাশাপাশি নাড়া পোড়ানোর ফলে বাতাসে কার্বনের পরিমান ও তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। কৃষি জমির মাটির স্বাস্থ্য এবং পরিবেশ বাঁচাতে নাড়া পোড়ানোকে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। কৃষকবন্ধুদের সচেতন করতেই তাই এই র্যালির আয়োজন। এছাড়াও মিছিল শেষে ব্লক কৃষি দপ্তরের সভাগৃহে প্রগতিশীল চাষীদের নিয়ে নাড়া পোড়ানো বন্ধ করতে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়।
অনুপ জয়সোয়াল
উত্তর দিনাজপুর