Daily
অতিমারিতে বন্ধ রয়েছে লোকাল ট্রেন। প্রায় দু’মাস হতে চলল লোকাল ট্রেন বন্ধ। মাঝে কিছু সার্ভিস ট্রেন চলছে। কিন্তু সেই ট্রেনে সাধারণ যাত্রী থেকে হকার কারোরই প্রবেশ নেই। হাতে গোনা যে কয়েকটি ট্রেন চলছে সেই ট্রেনে হকাররা উঠলেই চলছে পুলিশি ধরপাকড়।
ট্রেন বন্ধ হওয়ায় স্টেশনগুলি শুনশান। খরা চলছে ট্রেন কেন্দ্রিক হকার অর্থনীতিতে। ট্রেন না চলায় সংকটে পড়েছে হাজারো হকার পরিবার। যদিও রাজ্যের প্রধান বিরোধী দলের পক্ষ থেকে রেলমন্ত্রীর কাছে ট্রেন চালানোর দরবার করা হলেও রেলমন্ত্রক কিন্তু তাকিয়ে রয়েছে রাজ্যের শিলমোহরের দিকে।
কেমন কাটছে হকারদের জীবন? কেমনই বা অবস্থা বর্তমান স্টেশনগুলির? ঠাণ্ডা ঘরে বসে নয়। একেবারে মধ্যমগ্রাম, বারাসাত, মছলন্দপুর ও বারাকপুর থেকে আঁখো দেখি হাল তুলে ধরলেন বিজনেস প্রাইম নিউজের প্রতিনিধিরা।
মধ্যমগ্রাম থেকে সৌমেন ভট্টাচার্য, বারাসাত থেকে অঙ্কিত মুখার্জী, বারাকপুর থেকে বিক্রম লাহা এবং মছলন্দপুর থেকে দেবস্মিতা মণ্ডল