Trending
মুক্তির আগে থেকেই ‘হাওয়া’ সিনেমার গান ‘সাদা সাদা কালা কালা’ ভাইরাল হয় নেটমাধ্যমে। তাই বলে, বাংলাদেশে যে এই সিনেমা কার্যত রেকর্ড তৈরি করতে চলেছে তা মনে হয় পরিচালক থেকে প্রযোজক- প্রত্যেকের কাছেই কিছুটা অপ্রত্যাশিত ঠেকেছে। দর্শকদের উন্মাদনা এমন চরমে পৌঁছয় যে, সম্প্রতি হাওয়ায় উড়ে যায় সদ্য মুক্তিপ্রাপ্ত হলিউড সিনেমা থরঃ লাভ অ্যান্ড থান্ডার। এমনকি বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশের অন্যতম সফল অভিনেতা অনন্ত জলিলের দিনঃ দ্য ডে।
জানা গিয়েছে, সিনেমাটি নিয়ে গোটা দেশে এমনই উন্মাদনা তৈরি হয়েছে যে আগে যেখানে ৪টি করে শো চালানো হচ্ছিল এবং তিনটি শো চালানো হচ্ছিল থরঃ লাভ অ্যান্ড থান্ডারের, সেখানে দর্শকদের চাপে পড়ে এখন শুধুই চালানো হচ্ছে হাওয়া। গত ২৯ জুলাই হল রিলিজ করার পর থেকেই কার্যত গোটা বাংলাদেশ দাপিয়ে বেরাচ্ছে হাওয়া। এই সিনেমা রিলিজ করার প্রথম সপ্তাহেই যাবতীয় টিকিট বিক্রি হয়ে যায়। এমনকি আগাম এক সপ্তাহের টিকিট না-পেয়ে হতাশ হয়ে ফিরতে হয় দর্শকদের। প্রাথমিক পর্যায়ে বাংলাদেশে হাওয়া মুক্তি পায় ৩০টি সিনেমাহলে ৭০টি শো নিয়ে। এরপর যত দিন যায় ততই বাড়তে থাকে হাওয়ার শো। এমনকি এই সপ্তাহেও সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। ১৩ অগাস্ট অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে মুক্তি পাচ্ছে হাওয়া। এরপর ২ সেপ্টেম্বর আমেরিকা এবং কানাডাতেও হাওয়া রিলিজ করবে।
জলকেন্দ্রিক মিথ নিয়ে তৈরি হয়েছে হাওয়া সিনেমাটি। ২০১৯ সালে এই সিনেমার শুটিং হয় কক্সবাজারে। ৪৫ দিন ধরে চলে এই সিনেমার শুটিং। মেজাবুর রহমান সুমন পরিচালিত এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুসি, সারিফুল রাজ সহ একাধিক অভিনেতা। সিনেমাটি নিয়ে পূর্ববঙ্গে প্রত্যাশার পারদ এমনই চরেছে যে সেই আঁচ এসে পড়েছে এপার বাংলাতেও। স্বাভাবিকভাবেই ঐ দেশের সিনেমা বিশ্লেষকরা জানাচ্ছেন, হাওয়া এমন একটা সিনেমা যা বর্তমানে বাংলাদেশের ছবি ব্যবসার খরা কাটিয়েছে অনেকটা।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ