Daily

কোভিড-১৯ এর ভারতীয় ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়া গেল ৬ বাংলাদেশীর শরীরে। তাই পরিস্থিতি হাতের বাইরে বেরনোর আগেই সীমান্ত চলাচলে আরও ১৪ দিনের নিষেধাজ্ঞা জারি করল বাংলাদেশ।
গত ২৬ এপ্রিল থেকে ভারতের সঙ্গে স্হলপথে যোগাযোগ বিচ্ছিন্ন করে প্রতিবেশী দেশটি। এবার সেই মেয়াদ আরও বাড়ানো হল। যদিও সীমান্তে পণ্য পরিবহনের ওপর নিষেধাজ্ঞা জারি করেনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, ভারতে আটকে পড়া বাংলাদেশীরা বেনাপোল, আখাউড়া এবং বুড়িমারি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরতেই পারেন, কিন্তু তার জন্য দিল্লি , কলকাতা এবং আগরতলার বাংলাদেশ মিশন থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে।
কতদিন বহাল থাকবে এই নিষেধাজ্ঞা? এর উত্তরে বাংলাদেশ ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি কমিটি জানিয়েছে, ভারতের আভ্যন্তরীণ পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বহাল থাকবে আন্তঃসীমান্ত চলাচলে নিষেধাজ্ঞা।
ব্যুরো রিপোর্ট