Daily
Hasina Govt. compelled to lockdown
হাসিনা প্রশাসন এক সপ্তাহের লকডাউন জারি করেছিল আগেই। তখন রাস্তায় দেখা যায় লকডাউন বিরোধী বিক্ষোভ। এদিকে সংক্রমণের গ্রাফ প্রতিদিনই বাড়তে থাকায় এবার পুলিশ নামিয়ে মানুষদের ঘরমুখী করতে বাধ্য করল প্রশাসন। আজ থেকে এক সপ্তাহব্যাপি লকডাউন ঘোষণা করা হল বিশেষজ্ঞদের পরামর্শ মেনে। পসরা সাজিয়ে বসা ঢাকার বিক্রেতারা পড়লেন সমস্যায়। কারণ দেখা নেই ক্রেতার।
জরুরি পরিষেবা ছাড়া সবই রয়েছে বন্ধ। পণ্য পরিবহনে রেল বা লড়ি চলাচল করছে সীমিত ভাবে। মানুষের যাতায়াতের ওপরেও রয়েছে নিষেধাজ্ঞা। প্রয়োজনে মুভমেন্ট পাশ নিয়ে রাস্তায় বেরনোর নির্দেশ দিয়েছে সরকার। সবমিলিয়ে ঢাকার ব্যস্ত রাস্তাঘাট আজ শুনশান। আমাদের ক্যামেরায় ধরা পড়ল তারই ছবি।
ঋদি হক, ঢাকা