Trending

২০২০ সালে করোনার প্রকোপে যখন সারা বিশ্ব স্তব্ধ হয়ে পড়ে। যখন প্রচুর মানুষ কর্মহারা হয়ে পড়ে তখনই সিএডিসি হরিণঘাটা প্রজেক্ট এর তরফে নেওয়া হয় এক বিশেষ উদ্যোগ। ১৯৭৫ সালে যে গ্রাম উন্নয়নের মডেল গড়ে তোলা হয়েছিল সেই মডেলকে সামনে রেখেই অনুন্নত এলাকায় উন্নয়ন ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে পথ চলা শুরু করে সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদ। আর সেই লক্ষ্যেই নদীয়া জেলায় গড়ে ওঠে সিএডিসি হরিণঘাটা প্রজেক্টটি। যেখানে এক ছাতার তলায় নিয়ে আসা হয় বিভিন্ন প্রোজেক্ট। এবং এইসব প্রোজেক্ট এর মাধ্যমেই কর্মযজ্ঞ শুরু হয় এই এলাকায়। যার আঁচ পায় আসেপাশের এলাকাও। আসুন জেনে নি কি বলছেন হরিণঘাটা প্রকল্পের ডাবলুবিসিএডিসির অফিসার ইন-চার্জ নিকুঞ্জ বিহারি সর।
একটি গ্রাম এবং প্রতিটি গ্রামীণ পরিবারের সদস্যদের বিশেষত যুবক-যুবতীদের প্রশিক্ষণ দিয়ে গ্রাম ও গ্রামোন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছে ডাবলুবিসিএডিসি। এখানে মাছ চাষ এক অভুতপূর্ব দিক খুলে দিয়েছে যেখানে বিভিন্ন রকম মাছ চাষ থেকে শুরু করে মাছের ডিম চাষ করেও প্রভুত উন্নয়ন করা হয়েছে।
কিভাবে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীকে কর্মসংস্থান দিয়ে বিভিন্ন প্রকল্পে কাজ করে চলেছে এই সংস্থা সেই বিষয়ে বিস্তারিত জানালেন এখানকার ভেটেরিনারি অফিসার সুব্রত সরকার। শুনে নিন ঠিক কি বললেন তিনি।
এগ্রিকালচারেও উন্নতিকল্পে নানারকম কাজ করে চলেছে এই সংস্থা। যেখানে বিভিন্ন উন্নতমানের চারা বিতরণ থেকে শুরু করে দেওয়া হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর পুরুষ ও মহিলাদের প্রশিক্ষণও।
প্রজেক্টে উৎপাদিত সামগ্রী যেমন বীজ, চারা, মাছ, মাংস, ডিম, মধু, বরফ, মাশরুম, জৈব সার, প্রাণী সম্পদের বাচ্চা, যেমন স্থানীয়ভাবে চাহিদা মেটাচ্ছে ঠিক তেমনি তাদের নিজস্ব ডিলারের মাধ্যমে তা ছড়িয়ে পড়ছে বিভিন্ন এলাকায়। একই জায়গায় যেমন মাশরুম চাষ হচ্ছে ও তা এলাকার বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে তেমনই মৎস্য সংরক্ষনের জন্য তৈরি হচ্ছে বরফের পাটাও ।
এই পর্ষদ শুধু যুবক-যুবতীদের বিনামূল্যে প্রশিক্ষণই দেয়নি। তারা প্রয়োজনীয় বিভিন্ন গাছের চারা এবং প্রয়োজনীয় বিভিন্ন পশুর বাচ্চাও তুলেও দিয়েছে উদ্যোক্তাদের হাতে। সেইসঙ্গে নিজেদের এলাকা ছাড়াও বিভিন্ন জেলায় গড়ে ওঠা প্রোজেক্টে যা যা অভাব তা সাধ্যমত মিটিয়ে থাকে। এখানেই থেমে নেই হরিণঘাটা প্রজেক্ট। তাদের তত্ত্বাবধানে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা এবং মনরেগার বহুমুখী কাজও করা হয়ে থাকে। লক্ষ্য সামগ্রিক গ্রামোন্নয়ন। যুবক যুবতীদের কর্মসংস্থান, ও এলাকার উন্নয়ন।
সুব্রত সরকার
নদীয়া