Daily

আরও একটি নতুন বিশ্ববিদ্যালয় পেতে চলেছে বাংলা। এই শিক্ষাবর্ষ থেকেই চালু হতে চলেছে হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম। উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে তৈরি হয়েছে এই বিশ্ববিদ্যালয়। আগামী পয়লা সেপ্টেম্বর থেকেই চালু হয়ে যাবে ভর্তির প্রক্রিয়া এবং অক্টোবরের শেষ সপ্তাহ থেকে ক্লাস চালু করে দেবে হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়।
এই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হয়েছেন অধ্যাপক তপন কুমার বিশ্বাস। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে পড়ানো হবে বাংলা, ইতিহাস, এডুকেশন এবং জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের মত গুরুত্বপূর্ণ বিষয়। স্নাতকোত্তর বিভাগের এই পাঠক্রমে প্রতিটি বিষয়ের জন্য রাখা থাকবে ২৫টি করে আসন। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা যেমন এখানে ক্লাস নেবেন তেমনই অসম, ত্রিপুরা এবং রাঁচি বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপকরা এখানে শিক্ষকতা করবেন বলে জানা গিয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভবন তৈরি না হওয়ার কারণে আপাতত ক্লাস চলবে ঠাকুরনগরের পি আর ঠাকুর সরকারি মহাবিদ্যালয়ে।
দেবস্মিতা মণ্ডল, উত্তর ২৪ পরগনা