Daily

কেন্দ্র-রাজ্য সংঘাত উঠল আরও চরমে। মমতা ছাড়লেন না আলাপনকে। অগ্রাহ্য করা হল দিল্লির নির্দেশ। বরং মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের অবসর নিয়ে কেন্দ্রকে বুড়ো আঙুল দেখানোয় স্বাভাবিকভাবেই রাজনৈতিক তিক্ততা পৌঁছল অন্য মাত্রায়। আলাপনকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রধান উপদেষ্টা হিসেবে রেখে দিলেন নিজের কাছেই। অন্যদিকে মুখ্যসচিবের পদে নিয়ে এলেন হরিকৃষ্ণ দ্বিবেদীকে। এবং নতুন স্বরাষ্ট্রসচিব হলেন বিপি গোপালিকা।
হরিকৃষ্ণ দ্বিবেদী এই পদ গ্রহণ করার আগে ছিলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব। এবং প্রাণীসম্পদ বিকাশ ও প্রশাসন কর্মীবর্গ দফতরের অতিরিক্ত সচিব ছিলেন ভগবতী প্রকাশ গোপালিকা। বর্তমানে মুখ্যসচিবের পদে এলেন হরিকৃষ্ণ দ্বিবেদী এবং স্বরাষ্ট্রসচিব হলেন গোপালিকা।
উল্লেখ্য, আলাপন যে বাংলার পরিধির বাইরে বেরোবে না সে কথা মুখ্যমন্ত্রী আগেই চিঠি দিয়ে জানিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কিন্তু তারপরেও দিল্লি থেকে সোমবার ফের চিঠি আসে। সেখানে আলাপনকে আবারও কেন্দ্রে যাবার নির্দেশ দেওয়া হয়। যদিও আলাপন এক্সটেনশনে ‘না’ করে অবসর নেন এই পদ থেকে। এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসেবে জয়েন করেন তিন বছরের জন্য।
ব্যুরো রিপোর্ট