Market

চলতি বছর ৭৫-এ পা দিচ্ছে ভারতের স্বাধীনতা দিবস। সেই উপলক্ষ্যে বহু আগে থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেক দেশবাসীকে জাতীয় পতাকা উত্তোলনের অনুরোধ জানিয়েছেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অগাস্টের ১৩-১৫ তারিখ পর্যন্ত চালানো হবে হর ঘর তিরঙ্গা ক্যাম্পেন। যে কারণে জাতীয় পতাকা তৈরির ব্যবসা কার্যত ফুলেফেঁপে উঠছে। চাহিদা এমনই বাড়ছে যে সেই অনুযায়ী চাহিদা পূরণ করাটাও একটা বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে।
জানা গিয়েছে, আগে যেখানে স্বাধীনতা দিবসের আগে ১ হাজারটি জাতীয় পতাকা তৈরির অর্ডার আসত সেখানে অর্ডার আসছে ৭ মিলিয়ন মতন। গোটা দেশে ২৫০ মিলিয়ন জাতীয় পতাকা তৈরির অর্ডার পেয়েছেন ব্যবসায়ীরা। কিন্তু দেখা যাচ্ছে, এই বিপুল চাহিদা পূরণ করতে গিয়ে হিমসিম খেতে হচ্ছে ব্যবসায়ীদের। আর যে কারণে তাঁরা মাত্র ৬০ মিলিয়ন জাতীয় পতাকা বিক্রি করতে পেরেছেন। সুরাট- যেখানে দেশের সর্ববৃহৎ টেক্সটাইল মার্কেট রয়েছে, সেখানেই অর্ডার এসেছে ৫০ মিলিয়ন ফ্ল্যাগের। উদয়াস্ত পরিশ্রম করে ব্যবসায়ীরা এখন ন্যাশনাল ফ্ল্যাগ তৈরি করে চলেছেন। ৯X৬, ১৮X১২, ১৬X২৪, ২০X৩০, ৫৩X৩৫ ইঞ্চির জাতীয় পতাকার চাহিদাই এই বছর সবচেয়ে বেশি।
মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, ছত্তিশগঢ় এবং বিহারে এই জাতীয় পতাকা তৈরির কাজ তুঙ্গে উঠেছে। চাহিদা বিপুল বাড়ার কারণেই তৈরি হচ্ছে কর্মসংস্থান। যেখানে শুধু পুরুষরাই নন। কাজে যুক্ত হয়েছেন প্রচুর মহিলা কর্মীরাও। এমনকি কেন্দ্রীয় সরকার অনুমতি দেওয়ার পর বিভিন্ন কর্পোরেট সংস্থা তাদের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটির ফান্ড দিয়ে হর ঘর তিরঙ্গা ক্যাম্পেনে যোগদান করছে। ফলে সেই সকল সংস্থা থেকেও অর্ডার আসছে বিপুল। স্বাভাবিকভাবেই, কর্মসংস্থান সহ ব্যবসায়ীদের উপার্জনের অঙ্কটাও এক লাফে অনেকটাই বাড়ালো কেন্দ্রীয় সরকারের হর ঘর তিরঙ্গা ক্যাম্পেন।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ