Trending

গ্রেট ব্রিটেনের আবহাওয়ার পরিবর্তন নিয়ে সরব হলেন টোকিও অলিম্পিকের সোনাজয়ী সেইলর হান্নান মিলস। ফুটবলার মার্ক র্যা শফোর্ডের পর নতুন করে কেউ গ্রেট ব্রিটেন প্রশাসনের বিরুদ্ধে সরব হলেন। COP 26-এ ভাষণ দিতে গিয়ে তিনি এ কথা বলেছেন। সম্মিলিত জাতিপুঞ্জের আবহওয়া পরিবর্তন নিয়ে COP 26 শুরু হয়েছে। সেই প্ল্যাটফর্মে দূষণের কারণে আবহাওয়া পরিবর্তন কথা উল্লেখ করে গর্বিত হান্নান।
করোনাকালে শিশুদের রেশন নিয়ে চিঠি লিখেছিলেন র্যা শফোর্ড তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে। র্যা শফোর্ডের দাবি মেনে দরিদ্র শিশুদের রেশনের মেয়াদ আরও দীর্ঘায়িত করেছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু সেইলর হান্নান কথা বলেছেন উষ্ণায়ন নিয়ে। তাঁর কথায়, ‘আমার জলে প্র্যাক্টিস করি। দিনে আট ঘণ্টা থাকি। কিন্তু কোর্সের অবস্থা দিনের পর দিন খারাপ হওয়ায় আমাদের সমস্যা হচ্ছে। শ্বাস-প্রশ্বাস নিতে অসুবিধে হয়। তাই নতুন করে চিন্তাভাবনা করা উচিত বলেই মনে হয়।’
দূষণের কারণে যে কোর্সের অবস্থা খারাপ হচ্ছে তা খোলাখুলি বলেছেন টোকিও অলিম্পিকের সোনাজয়ী। গত তিনটি অলিম্পিকে তিনি দুটো সোনা ও একটি রূপো জিতেছেন। নিজের সোশাল সাইটে গিয়ে আবহাওয়া পরিবর্তন নিয়ে কথা বলার পরেই তাঁকে সমর্থন করেছেন বহু প্রাক্তন ও বর্তমান তারকারা।
ব্যুরো রিপোর্ট