Daily

নবাব মল্লিক, পাথর প্রতিমা: দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরুর আগে পাথরপ্রতিমার বুথ থেকে উদ্ধার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তবে ভোটে এই ঘটনার প্রভাব পড়েনি। নির্ধারিত সময়েই ওই কেন্দ্রে শুরু হয়েছে ভোটগ্রহণ।
জানা গিয়েছে, ওই জওয়ানের নাম কমল গঙ্গোপাধ্যায়ের। উত্তর ২৪ পরগনার বাসিন্দা তিনি। ভোটে পাথরপ্রতিমা বিধানসভা এলাকার গুরুদাসপুর ৫৪ নং বুথে ডিউটি পড়েছিল তাঁর। ওই জওয়ানের সহকর্মীরা জানিয়েছেন, গতকাল অর্থাৎ বুধবার সন্ধে থেকেই হদিশ মিলছিল না কমলের। রাতেও তাঁকে বুথে দেখতে পাননি কেউ। পরে বৃহস্পতিবার সকালে ওই ভোটগ্রহণ কেন্দ্রের একটি ঘর থেকে মেলে তাঁর ঝুলন্ত দেহ। তড়িঘড়ি বিষয়টা জানানো হয় কমিশনে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই ওই জওয়ানের দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
অন্যদিকে বৃহস্পতিবার সকাল থেকে কড়া নিরপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে শুরু হল ভোটগ্রহণ পক্রিয়া। সাগর এবং পাথরপ্রতিমার বিচ্ছিন্ন দ্বীপ গুলিতে নজরদারি চালানোর জন্য এবার দ্রোণের।ব্যবহার করা হচ্ছে কমিশনের পক্ষ থেকে।সকাল থেকে বুথের বাইরে ভোটারদের লম্বা লাইন চোখে পড়ছে। সবমিলিয়ে ভোট এখনও পর্যন্ত শান্তিপূর্ণ বলে খবর।