Market
বিপুল অঙ্ক বিনিয়োগ করতে চলেছে হলদিয়া পেট্রোকেমিক্যালস। ওড়িশা, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে তিনটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স তৈরির পরিকল্পনা নিয়েছে এই সংস্থা। তার জন্য বিনিয়োগ করতে পারে ৩ হাজার কোটি ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ২ লক্ষ ২১ হাজার কোটি টাকা।
ওড়িশার বালাসোর, তামিলনাড়ুর কুড্ডালোর এবং অন্ধ্রপ্রদেশের কাকিনাডায় তিনটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স গড়ার পরিকল্পনা নিয়েছে পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ের হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড। সূত্রের খবর, এর জন্য বিভিন্ন বিনিয়োগকারীর সঙ্গে কথাও বলতে শুরু করে দিয়েছে সংস্থা। মনে করা হচ্ছে, এর ফলে শেয়ার বাজারে ব্যাপক উত্থান হতে পারে হলদিয়া পেট্রোকেমিক্যালসের। বলা হচ্ছে, এমনিতেই শেয়ার বাজার এখন যথেষ্ট চাঙ্গা। বাজারের গতিও ঊর্ধ্বমুখী। এরই মধ্যে যদি হলদিয়া পেট্রোকেমিক্যালসের এই তিনটি প্রকল্প বাস্তবায়িত হয়, তাহলে শেয়ার বাজারে এই সংস্থার দর একধাক্কায় অনেকটাই বাড়বে। ফলে বিনিয়োগের সম্ভাবনাও বৃদ্ধি পাবে অনেকটাই।
ব্যুরো রিপোর্ট