Daily

হলদিয়া রিফাইনারিতে বড়সড় অগ্নিকাণ্ড। ন্যাপথা ইউনিটে অগ্নিকাণ্ডে মৃত্যু হল ৩ জনের।
গুরুতর জখম কমপক্ষে ৪৫ জন।
গুরুতর আহতদের ইতিমধ্যেই কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের ভর্তি করানো হয়েছে হলদিয়া মহকুমা হাসপাতালে। ঘটনাস্থলে রয়েছে দমকলের ৩টি ইঞ্জিন।
যদিও এখনো পর্যন্ত এই অগ্নিকাণ্ডে ঠিক কতজন মারা গিয়েছেন আর কতজন গুরুতর আহত হয়েছেন সেই সংখ্যাটা জানিয়ে আনুষ্ঠানিকভাবে কোন বিবৃতি জারি করেনি ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ। তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিনের অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ৩ জন শ্রমিকের। গুরুতরভাবে জখম হয়েছেন ৪৫ জন। দেখুন এদিন মক ড্রিল চলার সময় সেই অগ্নিকাণ্ডের ছবি।
প্রসূন ব্যানার্জী
পূর্ব মেদিনীপুর