Daily

ভ্রমণপিপাসু বাঙালিদের জন্য সুখবর। হলদিয়ায় শুরু হল অভিনব মৎস্য পর্যটন। গত ২ নভেম্বর এই অনুষ্ঠানের উদ্বোধন করেন হলদিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি সুব্রত কুমার হাজরা। হলদিয়া গভর্নমেন্ট কলেজের পর্যটন বিভাগ এবং হলদিয়া পঞ্চায়েত সমিতি ব্লক মৎস্য বিভাগের উদ্যোগে আনুষ্ঠানিক ভাবে শুরু হল অভিনব মৎস্য ভ্রমণ। বিদেশে এই ধরণের ট্যুরিজমের ব্যপক প্রচলন থাকলেও বাংলায় এই উদ্যোগ একেবারে প্রথম। এই বিষয়ে হলদিয়ায় মৎস্যচাষ সম্প্রসারণ আধিকারিক সুমন কুমার সাহু জানান,
নিঃসন্দেহে বাঙালির ছকে বাঁধা পর্যটনের একেবারে বাইরে রয়েছে এই মৎস্য পর্যটন। এই পর্যটন বাংলার ট্যুরিজম মানচিত্রে বেশ উল্লেখযোগ্য ভূমিকা নিতে চলেছে।
মৎস্য কর্মাধ্যক্ষ গোকুল চন্দ্র মাজি বলেন, রাজ্যে এমন অভিনব মৎস্য পর্যটন হলদিয়াতেই প্রথম। এই মৎস্য পর্যটনের মাধ্যমে ভ্রমণ পিপাসুরা যেমন প্রাকৃতিক মনোরম পরিবেশ পাবেন তেমনি বৈচিত্রময় মাছের দেখাও পাবেন যা সারা রাজ্যে নজির তৈরি করবে।
মৎস্য পর্যটন এবং ভ্রমণ আজ হতে চলেছে একই ছাতার তলায়। এই উদ্যোগ নেওয়ার জন্য যেমন একদিকে উদ্বুদ্ধ হবেন মৎস্যচাষিরা, তেমনি পর্যটন শিল্পে পেশাদারদের কর্মজীবনে সুযোগ করে দেবে এই অভিনব পর্যটন। এমনিতেই রাজ্যের মানচিত্রে আমুর কার্প, পেংবা, দাক্ষিনাত্যের রুই প্রভৃতি মাছের প্রথম পরিচয় করায় হলদিয়া ব্লক মৎস্য দপ্তর। এখন তো মহিলারাও মাছ চাষে বেশ আগ্রহ দেখাচ্ছেন। সরকারি উদ্যোগ প্রকল্পের রূপায়ন ও উন্নয়নকে মৎস্য পর্যটন অনেকটাই এগিয়ে নিয়ে যাবে। সার্বিকভাবে মৎস্য পর্যটন যে নজির তৈরি করতে চলেছে সেই নিয়ে আর কোন দ্বিমত থাকল না।
প্রসূন ব্যানার্জী
পূর্ব মেদিনীপুর