Jobs

হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের আনুষাঙ্গিক লখনউ বিভাগের তরফে সম্প্রতি শিক্ষানবিশ পদে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ডিপ্লোমা এবং স্নাতক পাশেরা আবেদন করতে পারেন। নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত ৪ ডিসেম্বর। আবেদনের শেষ দিন ১৮ ডিসেম্বর। আবেদন করতে হবে অনলাইনেই।
ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ mhrdnats.gov.in- এ আবেদন পত্র এবং সেই সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন। উল্লেখ্য, কেবলমাত্র ২০১৯,২০২০ এবং ২০২১ সালে যাদের পড়া শেষ হয়েছে, তারাই আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স ২৬ বছরের মধ্যে হওয়া আবশ্যক। বি.টেক ডিগ্রি এবং ডিপ্লোমাতে একত্রিত নম্বরের পার্সেন্টেজ করে তার ভিত্তিতেই প্রার্থীদের নির্বাচন করা হবে।
যারা স্নাতক শিক্ষানবিশ পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তাদের মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স এবং আইটি ইঞ্জিনিয়ারিং শাখায় বিই অথবা বি.টেক ডিগ্রী থাকা বাধ্যতমূলক। অন্যদিকে যারা ডিপ্লোমা শিক্ষানবিশ পদে আবেদন করতে চান সেই সমস্ত প্রার্থীদের ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, ইন্সট্রুমেন্টেশন, আইটি ইঞ্জিনিয়ারিং, আধুনিক অফিস ম্যানেজমেন্ট এবং সেক্রেটারিয়াল প্র্যাক্টিস ডিপ্লোমা থাকা বাধ্যতমূলক।
ব্যুরো রিপোর্ট