Daily

একদিকে যখন হাসপাতালের বেড সংকটে উগছে রাজ্যবাসী, ঠিক তখনই এগিয়ে এলো চার্নক হসপিটাল। তৈরি করল অস্থায়ী কোভিড হাসপাতাল।
রাজ্য সরকারের সাহায্য নিয়ে হজ টাওয়ারকে আগাগোড়া একটি নতুন অস্থায়ী হাসপাতালে রূপান্তরিত করা হল। সূচনা হল আজ সোমবার। আপাতত রয়েছে ৯০টি শয্যা। কিন্তু এখানেই শেষ নয়। ভাইরাসের সঙ্গে মোকাবিলা করার জন্য প্রস্তুত চার্নক। তাই প্রথমে শুধু ৯০টি শয্যা দিয়ে হাসপাতালের দরজা খুলে গেলেও বেডের সংখ্যা বাড়িয়ে করা হবে ৩০০। ব্যবস্থা করা হবে যথেষ্ট পরিমাণ অক্সিজেনের। এমনটাই জানালেন চার্নক হসপিটালের কর্ণধার প্রশান্ত শর্মা।
একদিকে যখন হাসপাতালের বেড পেতে সাধারণ মানুষের কপালে জমছে দুশ্চিন্তার ঘাম তখন চার্নক হসপিটালের এই উদ্যোগ কোভিড রোগীদের একটা বড় স্বস্তি দেবে।
মানস চৌধুরি, কলকাতা