Daily

করোনার প্রকোপ বাড়লে কিভাবে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন, রইল বিকল্প পদ্ধতি। বাড়ছে করোনার প্রকোপ। নতুন স্ট্রেনে আবারও বিশ্বের ত্রাস এই ভাইরাস। তাই আবারও লকডাউনে সিঁদুরে মেঘ দেখছে গোটা বিশ্ব। হয়তো ফের অনলাইন পঠন পাঠন শুরু হতে পারে। যদি তেমনটাই হয় তবে বাতিল হতে পারে মাধ্যমিক পরীক্ষা। যদি এমনটাই হয়, তাহলে তার মূল্যায়ন কিভাবে হবে? জানালো শিক্ষা দপ্তর।
যদি একান্তই রাজ্যের এই দুটি মেগা পরীক্ষা করানো সম্ভব না হয় তাহলে বিকল্প উপায়ে মূল্যায়ন করবে শিক্ষা মহল। সেক্ষেত্রে টেস্ট পরীক্ষার নম্বরের ভিত্তিতে ছাত্রছাত্রীদের নম্বর দেবে শিক্ষক শিক্ষিকারা। চলতি সপ্তাহে মাধ্যমিক টেস্ট-এর সূচি প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। ইতিমধ্যেই আইসিএসই, আইএসই- এর পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। আগামী মঙ্গলবার থেকে শুরু হবে সিবিএসই দশম শ্রেণীর প্রথম ধাপের পরীক্ষা। অন্যদিকে, আগামী দু’এক দিনের মধ্যেই স্কুলগুলিকে টেস্ট পরীক্ষার সূচি জানিয়ে দেবে বলে জানানো হয়েছে পর্ষদ তরফে।
পরীক্ষার্থীদের টেস্টের খাতা সযত্নে গুছিয়ে রাখার দায়িত্ব স্কুলের। কোনো কারণে কোভিডের বাড়বাড়ন্ত বাড়লে এই উত্তরপত্র উল্লেখযোগ্য ভূমিকা নেবে। কোভিড বিধি মেনে পরীক্ষা নেওয়া ও নম্বর দেওয়া দুইয়ের দায়িত্বই স্কুলের উপর দিয়েছে পর্ষদ। মূল্যায়নের পর স্কুলগুলি নম্বর পাঠাবে সংসদে। আর করোনাকালীন বাড়াবাড়ি না হলে কাগজে কলমে পরীক্ষাকেন্দ্রই পরীক্ষা হবে পরীক্ষার্থীদের।
ব্যুরো রিপোর্ট