Daily

নতুন বছরে করোনার প্রকোপ থাকলেও ইতিমধ্যেই বেশ কয়েকটি ছবির ঘোষণা করে ফেলেছে পরিচালক প্রযোজকরা। আর সেই একগুচ্ছ নতুন ছবির মধ্যে একটি নতুন ছবির ঘোষণা করলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। মনীশ বসুর পরিচালনায় ও জয় বি গঙ্গোপাধ্যায় এর প্রযোজনায় আসতে চলেছে ‘গু কাকু, দ্য পটি আঙ্কল’। এদিন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নতুন ছবি ‘গু কাকু, দ্য পটি আঙ্কল’-এর পোস্টার শেয়ার করেন।
এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, সুস্মিতা চট্টোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, শান্তিলাল মুখোপাধ্যায়, মোশারফ করিম, মিশকা হালিম প্রমুখ বাংলা ছবির একগুচ্ছ অভিনেতাদের। মোজো প্রোডাকশনস ফিল্মসের পক্ষ থেকে তৈরি হচ্ছে এই ছবি।
যদিও ‘গু কাকু, দ্য পটি আঙ্কল’ ছবিটির মুক্তির দিনক্ষণ এখনো জানা যায়নি। তবে ছবির শ্যুটিং যে খুব শীঘ্রই শুরু হবে, সে সম্পর্কে সোশ্যাল মিডিয়া পোস্টে আভাস দিয়েছেন ছবির সঙ্গে জড়িত কলাকুশলীরা। এই প্রথমবার এক ছবিতে কাজ করছেন মোশারফ করিম ও ঋত্বিক চক্রবর্তী। স্বভাবতই উচ্ছ্বসিত দর্শকেরা।
ছবির নাম দেখেই বোঝা যাচ্ছে ছবিটি অন্য স্বাদের হতে চলেছে। আর তাই দর্শকদের উচ্ছাস ছবি নির্মাতাদের আশার আলোই দেখাচ্ছে।
ব্যুরো রিপোর্ট