Daily

স্বস্তির ইঙ্গিত কেন্দ্রের, কমতে পারে জ্বালানির দাম। যে হারে দাম বাড়ছে পেট্রোপণ্যের তাতে করে রীতিমতো অস্বস্তির ঘাম ঝরছিল আম-জনতার। পেট্রোল পাম্প থেকে চার অঙ্কের বোর্ড সরিয়ে বসাতে হচ্ছিল পাঁচ অঙ্কের বোর্ড। কোথাও তো হাতে লিখেও চলছিল কাজ। এরই মধ্যে স্বস্তির খবর দিল কেন্দ্র।
জিএসটি-র আওতায় চলে আসতে পারে পেট্রোপণ্যের দাম। ফলে কমতে পারে দাম। আগামিকাল লখনউতে বৈঠক রয়েছে। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারামন। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্র। রাজধানী দিল্লি থেকে শুরু করে সব জায়গার ছবিটাই বলে দিচ্ছে কোনরকম লাগাম পরানো নেই জ্বালানির দামে। তবে অর্থনীতিবিদরা মনে করছেন, জিএসটি-র আওতায় চলে আসলে, লঘু হবে শুল্ক ফলে এক লাফে অনেকটাই কমবে দাম।
সরকারি রিপোর্ট বলছে, চলতি অর্থবর্ষে পেট্রোপণ্যের থেকে ৩ লাখ ৭১ হাজার ৭২৬ কোটি টাকা কর আদায় করেছে কেন্দ্র। আর রাজ্যগুলি ভ্যাট বাবদ আদায় করেছে ২ লাখ ২ হাজার ৯৩৭ কোটি টাকা। তবে এই জ্বালানিকে যদি কেন্দ্রীয় জিএসটি কাউন্সিলের আওতায় নিয়ে আসা হয়, তাহলে সাধারণ মধ্যবিত্ত নাগরিকদের উপর থেকে জ্বালানি তেলের করের বোঝা অনেকটাই কমবে বলে আশাবাদী অর্থনৈতিক বিশ্লেষকরা।
ব্যুরো রিপোর্ট