Market
ট্যাক্স বসছে জোম্যাটো, সুইগির মত অনলাইন ফুড ডেলিভারি সংস্থাগুলির উপরে। খাবার ডেলিভারির ক্ষেত্রে ধার্য করা হবে ৫ শতাংশ জিএসটি। এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত শুক্রবার লখনৌয়ে অনুষ্ঠিত ৪৫ তম জিএসটি কাউন্সিলের বৈঠকে।
জানা গিয়েছে, এই ট্যাক্স কোনভাবেই হোটেল রেস্তোরাঁর থেকে নেওয়া হবেনা। বরং যারা খাবার অর্ডার করছেন তাঁদের থেকেই আদায় করা হবে। সেক্ষেত্রে খাবার ডেলিভারি করার সময় এই ট্যাক্স ধরে নেওয়া হবে। তবে যে সকল রেস্তোরাঁগুলি জিএসটি আওতাধীন, সেই সকল রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার দিলে জিএসটি লাগু হবেনা। এই নতুন নিয়ম চালু হতে পারে আগামী বছর পয়লা জানুয়ারি থেকে।
সূত্রের খবর, সুইগি বা জোম্যাটোর মত ফুড ডেলিভারি সংস্থাগুলি সঠিকভাবে হিসেবের অঙ্ক না দেখানোর কারণে কেন্দ্রের রাজকোষে ঘাটতি দেখা গিয়েছে প্রায় ২ হাজার কোটি টাকা। উঠে এসেছে জিএসটির আওতাধীন নয় এমন রেস্তোরাঁর খবরও, যারা ট্যাক্স না দিয়েও যথেষ্ট পরিমাণ খাবার বিক্রি করেছে এই অ্যাপের মাধ্যমে। তাই, কেন্দ্রকে আর নতুন করে যাতে কোনরকম ক্ষতির মুখে পড়তে না হয় তার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।
ব্যুরো রিপোর্ট