Daily

এবার থেকে বাড়তি কর গুনতে হবে অটো- রিক্সা চরলেও। ই -কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে দেওয়া অটো-রিকশা পরিষেবায় বসছে জিএসটি। ওলা কিংবা উবেরের মাধ্যমে অটো রিক্সা বুক করলে পণ্য পরিষেবা খাতে কর দিতে হবে যাত্রীকে। আগামী ১ জানুয়ারী থেকেই এই জিএসটি কার্যকর হতে চলেছে।
গত ১৮ নভেম্বর কেন্দ্রীয় অর্থমন্ত্রক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে যে, ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে অটো রিকশায় যাত্রী পরিবহণ পরিষেবার উপর থেকে জিএসটি ছাড়ের সুবিধা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে ম্যানুয়াল মোডের মাধ্যমে অটোরিকশায় যাত্রী পরিবহণে এ ধরনের কোনো জিএসটি কার্যকর হচ্ছে না। কেবলমাত্র ই -কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে দেওয়া অটো-রিকশা পরিষেবায় ৫% হারে বসতে চলেছে।
বর্তমানে বাজারে জাঁকিয়ে বসেছে ই- কমার্স শিল্প। তবে কেন্দ্রের তরফে প্রকাশিত এই সংশোধনী আইনটি যে এই শিল্পে বড়ো প্রভাব ফেলবে, তেমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।
ব্যুরো রিপোর্ট