Trending
বদল এল জিএসটি সংক্রান্ত একাধিক নিয়মে। গত ১১ জুলাই অনুষ্ঠিত হল ৫০ তম জিএসটি কাউন্সিলের মিটিং। যে মিটিং-এর সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী নির্মলা সিতারামন। মিটিং-এ গুডস এবং সার্ভিসেস সেক্টরের রেট সংক্রান্ত বিভিন্ন নিয়মে বদল আনার পাশাপাশি GST Council ট্রাইব্যুনাল এবং এর বেঞ্চগুলির গঠন নিয়ে আলোচনাও করা হয়। আর এই মিটিং-এর মঞ্চ থেকেই নতুন জিএসটি স্ট্রাকচারের ঘোষণা করলেন অর্থমন্ত্রী। নতুন জিএসটি নিয়মে কীসের দাম বাড়ল আর কীসের দাম কমল? কি কি বদল আসল জিএসটি নিয়মে? কোথায় সেই নিয়ম লাগু করা হবে? দেখে নেব এক নজরে।
সস্তা হওয়ার সম্ভাবনা
বেসরকারি সংস্থার মাধ্যমে স্যটেলাইট লঞ্চ পরিষেবাতে মিলছে জিএসটি ছাড়। (০.০২-০.২১)
১৮ থেকে ৫ শতাংশে কমানো হল মাল্টিপ্লেক্সে ফুড অ্যান্ড বেভারেজের জিএসটি
করমুক্ত করা হল ক্যান্সার ও অনান্য দুরারোগ্য রোগের ওষুধ এবং পানীয় আমদানি
জরি এবং সুতোর দামে জিএসটির হার কমল ৫ শতাংশে
১৮ থেকে ৫ শতাংশে কমানো হল আনফ্রায়েড স্ন্যাক্সের জিএসটি
১৮ শতাংশ নয়, ১০০ টাকার নিচের সিনেমার টিকিটে ১২ শতাংশ কর দেওয়ার প্রস্তাব
১৮ থেকে ৫ শতাংশে কমানো হল এলডি স্ল্যাগের জিএসটি
ব্যয় সাপেক্ষ হতে পারে
বাড়বে গাড়ির দাম। MUV এবং XUV গাড়িগুলিতে ২২ শতাংশ সেস দেওয়ার প্রস্তাব।
অনলাইন গেমিং, ঘোড়দৌড় এবং ক্যাসিনোতে ২৮ শতাংশ কর বাড়ানোর প্রস্তাব
পণ্যের দাম কত হবে সেটা ডিসাইড করে ওই পণ্যের উপর নির্ধারিত জিএসটি। আর কন পণ্যের ওপর কত জিএসটি বসবে সেটা ঠিক করে জিএসটি কাউন্সিল। গত মঙ্গলবার সেই মিটিং-ই অনুষ্ঠিত হয় দিল্লির বিজ্ঞান ভবনে। যেখানে ভারতের বুমিং অনলাইন গেমিং ইন্ডাস্ট্রিকে পাখির চোখ করে ২৮% জিএসটি লাগু করা হয়। তবে এই নিয়ে বিতর্ক প্রকাশ করেছেন অনেকেই, যার মধ্যে উঠে এসেছে গোয়ার নাম। কারণ মন্ত্রী নাকি অনলাইন গেমিং এবং স্কিল্ড গেমিং-এর মধ্যে পার্থক্য না রেখেই সর্বত্র সমান পরিমাণ জিএসটি লাগু করেছেন। গোয়া বলেছে যে শুধুমাত্র প্ল্যাটফর্ম ফিতে ১৮ শতাংশ ট্যাক্স ধার্য করা উচিত এবং প্রাইজ পুলের পারফরম্যান্সকে করমুক্ত করা উচিত। এখন নতুন এই জিএসটি নিয়ম ভারতের অর্থনৈতিক প্রেক্ষাপটে কতটা ছাপ ফেলে, সেটাই দেখার।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ