Trending

পাঁপড়ের আকৃতির ওপর নির্ভর করে জিএসটি! আরপিজি গ্রুপের মালিক হর্ষ গোয়েঙ্কার একটি টুইট থেকেই শুরু হয়েছে যাবতীয় বিতর্ক। যেখানে এই শিল্পপতি গোল পাঁপড় এবং চওড়া পাঁপড়ের উপর জিএসটি নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দেন। আর শিল্পপতির এই টুইটের পরেই কার্যত আসরে নামতে বাধ্য হয় সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস।
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার ২০১৭ সালে জিএসটি লাগু করার পর থেকে আইন মোতাবেক সিদ্ধান্ত নেওয়া হয় যে ১৪৯ টি পণ্যকে থেকে জিএসটির আওতামুক্ত করা হয়েছে। যার মধ্যে অন্যতম হল এই পাঁপড়। চওড়া হোক বা গোলাকৃতি- পাঁপড়ের আকৃতির ওপর নির্ভর করে কখনোই কেন্দ্রীয় সরকার জিএসটির ট্যাগ বসিয়ে দেয়নি।
সুর মিলিয়েছে অথরিটি ফর অ্যাডভান্স রুলিং এর গুজরাত বেঞ্চ। সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় পাঁপড়ের আকৃতি যাই হোক না কেন, এর ওপর কোনভাবেই জিএসটি লাগু করা হয়নি। শিল্পপতির টুইট যে সঠিক নয় সেই কথাও রিটুইট করেন বহু নেটিজেনরা।
ব্যুরো রিপোর্ট