Daily

মহার্ঘ্য হতে চলেছে পোশাক, বোনা কাপড় আর জুতো। আগামী জানুয়ারি থেকেই বর্ধিত দামে কিনতে হবে এইসমস্ত জিনিসপত্র? বর্ধিত জিএসটি-র কোপে পড়তে চলেছে এই সমস্ত ক্ষেত্রগুলি। এইসমস্ত পণ্যের উপর থেকে জিএসটি ৫% থেকে বেড়ে হচ্ছে ১২% পর্যন্ত।
গত ২২ নভেম্বর এই জিএসটি বৃদ্ধির কথা ঘোষণা করে সিবিআইটিসি। আগে ১০০০ টাকা পর্যন্ত কাপড়ের উপর এই জিএসটি-র হার ছিল ৫%। এখন তা বেড়ে হল ১২%। যেকোনো মূল্যের কাপড়ের উপরেই এই বর্ধিত জিএসটি কার্যকরী হবে আগামী ২০২২ সাল থেকে। এছাড়াও জুতোর ক্ষেত্রেও বাড়তি টাকা খসবে আমজনতার। হাজার টাকা অবধি যেকোনো মূল্যের জুতোতে এবার থেকে ১২% বেশি জিএসটি গোনার দিন আসলো বলে।
করোনা পরবর্তী পরিস্থিতি ভারতের আর্থিক স্বাস্থ্যে যে আমূল পরিবরতন এনেছে তাতে একেবারে ল্যাজে গোবরে অবস্থা আমজনতার। কাঁচামাল থেকে জ্বালানি, নিত্য প্রয়োজনীয় সামগ্রী সবকিছুই অগ্নিমূল্য। মূল্যবৃদ্ধির এই কামড়ে যখন নাজেহাল অবস্থা, তখন এই জিএসটি বৃদ্ধির বিষয় ঠিক কতটা প্রাসঙ্গিক? সেটা নিয়েই উঠছে প্রশ্ন।
ব্যুরো রিপোর্ট