Daily

আতিমারী কাটিয়ে গতবছরের তুলনায় উৎসবে জিএসটি সংগ্রহ বাড়লো ২৪%। এবারে জিএসটি সংগ্রহ রেকর্ড পরিমাণ বাড়লো। সংগৃহীত মোট জিএসটি-র পরিমাণ ছাড়ালো ১.৩ লক্ষ কোটি টাকার গণ্ডি।
এবছরের অক্টোবরে সংগ্রহ করা জিএসটির মোট পরিমাণ ১ লক্ষ ৩০ হাজার ১২৭ কোটি টাকা। পাশাপাশি, গত সপ্তাহেই ব্যাংকগুলোকে ঋণ হিসেবে ৪৪ হাজার কোটি টাকা দেয় কেন্দ্র। চলতি অর্থবর্ষের জন্য ১.৫৯ লক্ষ কোটি টাকার আনুমানিক জিএসটি রাজস্ব ঘাটতির চূড়ান্ত কিস্তি বাবদ ব্যাংকগুলোকে এই টাকা দেয় কেন্দ্রীয় সরকার। সরকারি ব্যয় জিডিপিকে চাঙ্গা করতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
রিপোর্ট বলছে, এবছর আদায় করা জিএসটির মধ্যে রয়েছে সিজিএসটি যার পরিমাণ ২৩ হাজার ৮৬১ কোটি টাকা। রয়েছে এসজিএসটি যার পরিমাণ ৩০ হাজার ৪২১ কোটি টাকা। এছাড়াও রয়েছে আইজিএসটি যার পরিমাণ ৬৭ হাজার ৩৬১ হাজার কোটি টাকা। রয়েছে সেস পণ্য আমদানিতে ৬৯৯ কোটি টাকা।
ব্যুরো রিপোর্ট