Jobs

‘অ্যাসিস্ট্যান্ট জিওলজিস্ট’ পদে প্রার্থী নিয়োগ করতে চলেছে জিএসআই। জিএসআই-তে চাকরি পাওয়া যেন স্বপ্নকে ছুঁয়ে ফেলা। আর আপানার যদি এমন কোন স্বপ্ন থেকে থাকে তবে সেই স্বপ্নকে সত্যি করতে দেরি করবেন কেন? জিএসআই নিয়ে এলো সুবর্ণ সুযোগ। জেনে নিন আবেদন করার বয়সসহ আরও একাধিক নিয়মকানুন।
২০ জনের শূন্যপদ নিয়ে চাকরির বিজ্ঞপ্তি জারি করেছে জিএসআই। কারা কারা আবেদন করতে পারবেন? এনভায়ারনমেন্টাল জিওলজি বা জিও একনমিক্স- এ, জিওলজি, অ্যাপ্লায়েড জিওলজি, ইঞ্জিনিয়ারিং জিওলজি, জিও কেমিস্ট্রি, মেরিন জিওলজি, আর্থ এন্ড সায়েন্স রিসোর্স ম্যানেজমেন্ট সহ আরও কয়েকটি বিষয়ে মাস্টার্স পাশ ডিগ্রি থাকলেই আবেদন করা যাবে এই পদের জন্য। আবেদনকারীর বয়স ৩০ এর মধ্যে হওয়া জরুরি। তবে সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ব্যাপারে ৫ বছরের ছাড় রয়েছে।
আবেদন করা যাবে অনলাইনে। আবেদন করার জন্য ক্লিক করুন www.upsconline.nic.in এই ওয়েবসাইটে। আবেদনের শেষ সময় ১৬ই সেপ্টেম্বর মধ্যরাত। প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাব্লিক সার্ভিস কমশন। ইচ্ছুক প্রার্থীদের প্রিলিমস, মেইন্স এবং ইন্টারভিউ এই তিনটির মাধ্যমে সিলেক্ট করা হবে। বিস্তারিত জানতে উপরের ওয়েবসাইটে ক্লিক করুন।
ব্যুরো রিপোর্ট