Market

ভালোরকম পোষ্ট রেভেন্যু গ্রোথ দেখতে পারে দেশের প্রথম সারির আইটি সংস্থাগুলি। সূত্রের খবর, সংস্থাগুলির এই গ্রোথ হতে পারে ৪.১-৭% মত। চলতি অর্থবর্ষের দ্বিতীয়ার্ধে এই বৃদ্ধি পৌঁছতে পারে ১৮.৩ শতাংশের কাছাকাছি। ইনফোসিস এবং টিসিএসের মত সংস্থাগুলিতে এই বৃদ্ধির প্রভাব ভালোভাবে লক্ষ্য করা যাবে। তবে লাভের মার্জিন কম থাকতে পারে উইপ্রোর।
বিশ্লেষকরা বলছেন, এই বৃদ্ধিরও একটি নির্দিষ্ট মার্জিন আছে। যেখানে মাইনে বাড়া, নিয়োগ সংক্রান্ত খরচের মত অন্যান্য দিকগুলো নিয়ে বেশি কাটাছেঁড়া করা হবে। যার খেসারৎ দিতে হবে উইপ্রোর মত সংস্থাগুলিকে। মনে করা হচ্ছে, ১৮০ বেসিস পয়েন্টের ওপর নির্ভর করে উইপ্রো লাভের মার্জিন সেভাবে বিশেষ থাকবে না। কিন্তু এরপরেও অর্থবর্ষের দ্বিতীয়ার্ধে সংস্থাগুলি নিজেদের গ্রোথ নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী।
তবে এতকিছুর মধ্যেও সবচেয়ে বেশি লাভবান হবে টিসিএস। অন্যদিকে টেক মাহিন্দ্রার মত সংস্থার মার্জিন থাকতে পারে ৪৫ বিপিএস থেকে ১১০ বিপিএস পর্যন্ত। অন্তত এমনটাই জানাচ্ছে আইডিবিআই ক্যাপিটাল। টিসিএস ছাড়া আইটি সার্ভিসে লাভের দিক থেকে এগিয়ে থাকবে ইনফোসিস। সংস্থার পোষ্ট রেভেনিউ গ্রোথ পৌঁছতে পারে ১৪-১৬ শতাংশে।
ব্যুরো রিপোর্ট