Market

দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার কারণে শিল্পক্ষেত্র যে সংকোচন দেখেছিল, বর্তমানে সেই ক্ষত অনেকটাই মেটানো গিয়েছে। অন্তত সাম্প্রতিক তথ্য থেকে দেশের শিল্পসমৃদ্ধি সম্পর্কে এইটুকু নিশ্চিত হওয়াই যায়। জানা গিয়েছে, দেশে শিল্পোৎপাদন মে মাসে ক্রমশই বেড়ে দাঁড়িয়েছে ২৯.৩%-এ। উল্লেখ্য এই বৃদ্ধি কিন্তু এমনই একটা সময়ে হয়েছে যখন করোনার দ্বিতীয় ঢেউ কার্যত দাপিয়ে বেড়াচ্ছিল দেশের বুকে।
পাশাপাশি দেখা যাচ্ছে, খুচরো পণ্যের ক্ষেত্রেও যে একটা বড়সড় মুদ্রাস্ফীতি হয়েছিল, সেটাও অল্প হলেও জুন মাসে নেমেছে ৬.২৭%। এই স্ফীতিই মে মাসে দাঁড়িয়েছিল ৬.৩%-এ।
শিল্পোৎপাদনের সূচক ২০১৯ সালের মে মাসে ছিল ১৩.৮%। চলতি বছরের এপ্রিলে দাঁড়ায় ৮%-এ। আর সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, ২০২০ সালের মে মাসে এই সংকোচন এতটাই বেড়েছিল যে শতাংশের হিসেবে তা পৌঁছয় ৩৩.৪%-এ। এই তথ্য থেকেই স্পষ্ট হচ্ছে যে, অতিমারির প্রথম ঢেউ যেভাবে ভিত নাড়িয়ে দিয়েছিল সেই দিক থেকে শিল্পক্ষেত্র নিজেকে অনেকটাই প্রসারিত করতে পেরেছে। জানা গিয়েছে, আগামী মাসে ৪-৬ অগাস্ট শিল্পসমৃদ্ধি নিয়ে বড়সড় আলোচনায় বসা হবে দেশের শীর্ষ ব্যাঙ্ক আরবিআই-এর মানিটারি পলিসি কমিটি বা এমপিসির সঙ্গে।
ব্যুরো রিপোর্ট