Daily

টমেটো চাষ করুন গ্রীষ্মকালেও, আশ্বাস বাংলাদেশ কৃষিমন্ত্রীর। গ্রীষ্মকালীন টমেটো চাসেও লাভের পরিমানটাও নেহাত কম নয়! বরং শীতকালীন টমেটো চাষের মতোই – জানিয়েছেন স্বয়ং বাংলাদেশ কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক সহ গবেষকরাও। এদিন বাংলাদেশ সাতক্ষীরা জেলায় কৃষজমি পরিদর্শন করতে গিয়ে এমনই প্রস্তাব রাখেন তিনি।
বিজ্ঞানীদেরদের এই গবেষণা কৃষি অর্থনীতিতে মাইলস্টোন তৈরি করেছে। নতুন দিগন্ত খুলে গিয়েছে কৃষি অর্থনীতিতে। সাতক্ষীরা উপজেলায় এ বছর ৬৭ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন টমেটো চাষ হয়েছে বলে জানান কৃষিমন্ত্রী। পাশাপাশি আগামী বছর ওই জেলাতে অন্তত ৭০০ হেক্টর জমিতে গ্রীস্মকালীন টমেটো চাষের টার্গেট রাখার কথাও বলেছেন তিনি। এজন্য বীজ, সার সহ যাবতীয় প্রয়োজনীয় উপকরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
চাষিদের যাবতীয় সুবিধে দেবে কৃষিদপ্তর। চাষিরা যাতে ন্যায্য মূল্যে টমেটো বিক্রি করতে পারেন সেক্ষেত্রে বাইরে থেকে আমদানি বন্ধ করবে বাংলাদেশ প্রশাসন। কৃষকদের স্বার্থ রক্ষায় চাষ-আবাদের সুবিধার্থে নিরবচ্ছিন বিদ্যুৎ ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে সেদেশের কৃষিদপ্তর।
ব্যুরো রিপোর্ট