Jobs

ন্যাশনাল আরবান হেলথ মিশনের আওতায় গ্রুপ সি পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো স্বাস্থ্য দপ্তর। মিউনিসিপ্যালিটির অ্যাকাউন্টস ম্যানেজার পদে প্রার্থী নিয়োগ করতে চলেছে রাজ্য। রাজ্যের যেকোনো প্রান্ত থেকে আবেদন করা যাবে এক্ষেত্রে। ১১ টি শূন্যপদ নিয়ে জারি করা এই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে, জানুন বিস্তারিত।
ইচ্ছুক প্রার্থীরা আবেদন করার জন্য www.wbhealth.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন। আবেদন শুরু হয়ে গিয়েছে ১৩ই আগস্ট থেকে। আবেদনের শেষ তারিখ ২৬ শে আগস্ট। তবে আবেদনকারীকে অবশ্যই বি.কম. -এ স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়াও আবেদনকারীকে অন্ততপক্ষে দুবছর কোনো সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। একইসঙ্গে এমএস অফিস এবং টেলি অ্যাকাউন্টিং সফটওয়্যারে কাজ জানতে হবে।
অনলাইনে আবেদনের জন্য ফি বাবদ অসংরক্ষিত প্রার্থীদের দিতে হবে ১০০ টাকা এবং সংরক্ষিত প্রার্থীদের দিতে হবে ৫০ টাকা। অনলাইনে ফি জমা দেয়া যাবে ২৮ শে আগস্ট মধ্যরাত পর্যন্ত। আবেদনকারীর বয়স ২১-৪০ এর মধ্যে হওয়া আবশ্যক।
ব্যুরো রিপোর্ট