Daily
দেশ তথা রাজ্যে ভাইরাসের দ্বিতীয় ঢেউ চোখ রাঙাতে শুরু করলেও সপ্তাহের শুরুতে করোনার গ্রাফ ক্রমশই নামতে শুরু করেছে।
গত মঙ্গলবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল – ১৯,৪২৮
গত বুধবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল – ১৯,০০৬
গত বৃহস্পতিবার দৈনিক আক্রান্তের সংখ্যা পৌঁছায়- ১৯,০৯১- তে।
যদিও গত শুক্রবার করোনার পারদ আবারও একটু চড়ে। শুক্রবার দৈনিক করোনায় আক্রান্ত হন ১৯,৮৪৭ জন।
মারণ ভাইরাসের উদ্বেগের মধ্যেই রাজ্যে প্রবেশ করল ব্ল্যাক ফাঙ্গাস। মৃত্যু হল এক ৩২ বছর বয়সী তরুণীর। আতঙ্কের মেঘ জমল চিকিৎসকদের মনে।
বৃহস্পতিবার ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি আইনের আওতায় রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্র। ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হলে তার চিকিৎসা পদ্ধতি নিয়ে খুব তাড়াতাড়ি চিকিৎসকদের প্রশিক্ষণের ব্যবস্থা করছে স্বাস্থ্য ভবন।
তবে যত যাই হোক, ভাইরাসের সংক্রমণ অতীতের মত চোখ না রাঙানোয় চিকিৎসকেরা একটু হলেও স্বস্তিতে। যদিও বহাল আছে রাজ্যবাসীকে কোভিড বিধি মেনে চলার পরামর্শ। এখন সর্বস্তরে প্রশ্ন, তবে কি আংশিক লকডাউনই হয়ে উঠল সংক্রমণ কমিয়ে আনার শেষ দাওয়াই?
ব্যুরো রিপোর্ট