Daily

বাংলায় সংক্রমণের গ্রাফ এখন নিম্নমুখী। কঠোর বিধি নিষেধের কারণে এখন ক্রমশই সংকুচিত হচ্ছে করোনার থাবা। এই অবস্থায় আরও কিছুটা শিথিল করা হল বিধি নিষেধ । সোমবার দুপুরে নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন কী থাকবে খোলা আর কী থাকবে বন্ধ। আসুন জেনে নেওয়া যাক বিধি নিষেধ সংক্রান্ত সমস্তরকম আপডেট।
১। রাজ্যে বিধি নিষেধ জারি থাকবে ১৫ জুলাই পর্যন্ত
২। সরকারি এবং বেসরকারি বাস পরিষেবায় অনুমতি। তোলা যাবে ৫০% যাত্রী
৩। লোকাল ট্রেন এবং মেট্রো পরিষেবা বন্ধ থাকছে ১৫ জুলাই পর্যন্ত
৪। ৫০% গ্রাহক নিয়ে সকাল ১১টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত খোলা থাকবে সেলুন, পার্লার
৫। ৫০% গ্রাহক নিয়েই খোলা যাবে জিম
৬। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে সব্জি বাজার এবং মাছের বাজার
৭। অন্যান্য দোকান খোলা থাকবে সকাল ১১টা থেকে সন্ধ্যে ৮টা পর্যন্ত
৮। বিয়েবাড়িতে অনুমতি পাওয়া গেছে ৫০ জনের জমায়েতের
৯। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বেরনো যাবে না
ব্যুরো রিপোর্ট