Daily
![Business Prime News](https://businessprimenews.com/wp-content/uploads/2021/04/image_Medicine_Fire.jpg)
উত্তর 24 পরগনা জেলার বারাসতের, রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর অধীন ওষুধের গুদামে বিধ্বংসী আগুন লাগে । রাত ২ টা নাগাদ আগুন লাগে বলে এলাকাবাসী জানান। প্রথমে অফিসের জানালা দিয়ে ধোঁয়া বের হতে দেখে স্থানীয় লোকের সন্দেহ হয়, এবং তড়িঘড়ি করে তারাই দমকলে খবর দেন । দমকলের একটি ইঞ্জিন আসে এবং তাদের নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ।
উল্লেখ্য, এই স্টোর রুমের পাশেই রয়েছে বারাসাত এবং মধ্যমগ্রামের ডিসিআরসি। এখান থেকেই ইভিএম ডিসট্রিবিউশন করা হয়। জেলার সমস্ত হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে এখান থেকেই ওষুধ সাপ্লাই করা হয়। শটসার্কিট থেকেই আগুন লাগে বলে অনুমান দমকল কর্মীদের ।
এর ফলে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।রাতভর স্থানীয় বাসিন্দারাও দমকলের সাথে সহযোগিতা করেন আগুন নেভানোর কাজে। হাটখোলার এই মেডিসিন স্টোর রুমের পার্শ্ববর্তী এলাকা ঘনবসতি হওয়ায় আতঙ্ক ছড়ায় বাসিন্দাদের মধ্যে।
অঙ্কিত মুখার্জি , বারাসত