Market
বি পি এন ডেস্কঃ কোভিড পরবর্তী পর্যায়ে বিধ্বস্ত অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে চাইছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। তার জন্য পরিকাঠামো ক্ষেত্রে বিপুল অঙ্কের টাকা খরচের সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। লক্ষ্যপূরণের জন্য অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, ২০২১-২২ অর্থবর্ষে ধার করা হবে ১২ লক্ষ কোটি টাকার বেশি। এবং বছরের প্রথমার্ধে ধার করা হবে ৭.২৪ লক্ষ কোটি টাকা। যা মোট ধারের ৬০%।
বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়ে রাজকোষ ভরানোর যে লক্ষ্যমাত্রা কেন্দ্র রেখেছিল, সেটা কার্যত থমকে যায় করোনা পরিস্থিতিতে। শেষ পর্যন্ত সরকার নতুন অর্থবর্ষেই এয়ার ইন্ডিয়া, ভারত পেট্রোলিয়াম, এলআইসির মত সংস্থাগুলির বিলগ্নিকরণের সিদ্ধান্ত নেয়। যার লক্ষ্যমাত্রা ছিল ৩২,০০০ কোটি টাকা। অর্থবর্ষের শেষে সরকারের আয় হয়েছে ৩২,৮৩৫ কোটি টাকা। এছাড়া ডিভিডেন্ড বাবদ এসেছে ৩৯,০২২ কোটি টাকা। ফলে কেন্দ্রের রাজকোষে ঢুকেছে ৭১,৮৫৭ কোটি টাকা।
কোভিডের সংক্রমণ ফের মাথা চাড়া দিয়ে ওঠার জন্য অতিমারি বিধ্বস্ত অর্থনীতিকে দাঁড় করাবার জন্য রাজকোষে ঢোকা ঐ অঙ্ক ছাড়াও যে লক্ষ কোটি ধার করার পরিকল্পনা নেওয়া হয়েছে তার ফলে হাল ফিরবে দেশের অর্থনীতির, মনে করছে কেন্দ্র। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনার ফের সংক্রমণ বাজারের অবস্থাকে কাবু করতে পারবে না। তার জন্য সবদিক থেকে প্রস্তুত আছে সরকার।