Trending

বর্তমানে দেশের এক বড় অংশের মানুষের ভরসা রেশন। দেশের প্রায় ৮১ কোটি মানুষকে রেশন সরবরাহ করা হয়। যেখানে একই সঙ্গে অভিযোগ ওঠে রেশন দুর্নীতির। তবে দুর্নীতি নিয়ে অভিযোগ জানানোর কোন উপায় গ্রাহক না জানার কারণে কিছুই করার থাকে না। আর সেই কারণে রেশন দুর্নীতি আটকাতে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে সরকার। এবার দুর্নীতির অভিযোগ উঠলে গ্রাহককে আর হাপিত্যেশ করে বসে থাকতে হবেনা। বরং একটি কলের মাধ্যমেই গ্রাহকের অভিযোগ পৌঁছে যাবে সংশ্লিষ্ট দপ্তরে।
রেশন দুর্নীতির ক্ষেত্রে অধিকাংশ সময় রেশন ডিলারের কারচুপিই উঠে আসে সবার আগে। আর কোন গ্রাহক যদি সংশ্লিষ্ট রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগ জানাতে চান সেক্ষেত্রে রয়েছে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট বা NFSA- এর নিজস্ব অ্যাকাউন্ট। এই এনএফএসএ-র নিজস্ব ওয়েবসাইট লিঙ্ক হল https.//nfsa.gov.in
এছাড়াও দেশের প্রত্যেকটি রাজ্যের জন্য থাকছে নিজস্ব টোল ফ্রি নাম্বার। যেমন পশ্চিমবঙ্গের জন্য টোল ফ্রি নাম্বারটি হল-
১৮০০-৩৪৫-৫৫০৫
এই নাম্বারে ফোন করেই বাংলার রেশন গ্রাহকরা রেশন ডিলারের সম্পর্কে অভিযোগ জানাতে পারবেন। ফোন ছাড়াও থাকছে ই-মেইলের সুবিধা। সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে মেইল করেও অভিযোগ দায়ের করা সম্ভব।
উল্লেখ্য, রেশন ব্যবস্থা নিয়ে মোদি সরকার প্রথম থেকেই যথেষ্ট তৎপর। ২০১৩ সাল থেকে প্রায় ৪ কোটি রেশন কার্ড বাতিল হয়েছে। পরিবর্তে এসেছে নতুন কার্ড। কিন্তু আটকান যায়নি দুর্নীতি। আর তাই দুর্নীতি আটকানোর জন্য সরকারের এই নয়া পদক্ষেপ।
ব্যুরো রিপোর্ট